বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক সাংবাদিকদের মাঝে চেক প্রদান
মোঃ রফিকুল ইসলাম, যশোর সংবাদদাতা: যশোরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক অসুস্থ এবং অস্বচ্ছল সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও সাংবাদিকদের সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক বিতরণ যশোর সার্কিট হাউজে মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৩ মার্চ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ চেক বিতরণী করা হয় । যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলামের সভাপতিত্বে , প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র তথ্য অফিসার, জেলা তথ্য অফিস যশোর, মোঃ রেজাউল করিম। প্রেসক্লাব যশোরের সভাপতি চাহিদ হাসান টুকুন। এ সময় খুলনা বিভাগের সকল জেলা ও উপজেলা পর্যায়ের ১৩৪ জন মধ্যে ৫৭ জন অসুস্থ এবং অস্বচ্ছল সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও ৭৭ জন সাংবাদিকদের সন্তানদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আকরাম খান