স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ডেন্টাল অ্যাসোসিয়েশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা দশটার দিকে শৈলকুপা উপজেলা ডেন্টাল এসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভা আয়োজন করা হয় শৈলকুপা ক্যাফেতে। এ সময় উপস্থিত ছিলেন, শৈলকুপা ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী হোসেন, উপদেষ্টা আব্দুল জাব্বার সহ ডেন্টাল এসোসিয়েশনের সদস্য বৃন্দ। এ সময় অ্যাসোসিয়েশন শক্তিশালী করতে নানা আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।