শৈলকুপা (ঝিনাইদহ)প্রতিনিধি: ১৩ জুন সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা, সম্পাদক শাহীন আক্তার পলাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জাব্বার,এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন বক্তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি বাল্যবিবাহ নিয়ন্ত্রণ সামাজিক অবক্ষয় দূরীকরণ ইভটিজিং এবং বকাটে ছেলেদের হাত থেকে স্কুল-কলেজর মেয়েদেরকে নিরাপদ রাখা টিনএজ ছেলেদেরকে মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখা ইত্যাদি বিষয় নিয়ে বক্তারা আলোচনা ও সমালোচনা করেন।