শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে আলাউদ্দিন নামে এক ইউপি সদস্যকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার সময় উপজেলার ৫নং কাঁচেরকোল ইউনিয়নের হামদামপুর এলাকার সরকারী খালের মাটি কাটার অপরাধে এই জরিমানা করেন নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার(ভূূূূূূূূূূূূূমি) মোঃ বনি আমিন। অভিযুক্ত ইউপি সদস্য উপজেলার ১নং ত্রিবেনী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ও এলাকায় বালু ব্যবসায়ী নামে পরিচিত।
বনি আমিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই মাটি ব্যবসায়ী আলাউদ্দিন নামে এক ইউপি সদস্য ওই এলাকার সরকারী খালের মাটি ভেকু মেশিন দিয়ে কেটে নিয়ে যাচ্ছে এরপর ঘটনাস্থলে পৌছে ঘটনার সত্যতা দেখতে পাই। অবৈধভাবে মাটি কাটার অপরাধে ওই ইউপি সদস্যকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি দীর্ঘদিন ধরে এই খালের মাটি ঝিনাইদহ ছাড়াও কুষ্টিয়া জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল।