স্টাফ রির্পোটার: ঝিনাইদহের শৈলকুপা থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। শনিবার সকাল ১১ টার সময় শৈলকুপা থানা চত্বরে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা কমিউনিটি পুলিশিং ডে সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা থানা কমিউনিটি পুলিশের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম, আব্দুল হাকিম আহমেদ, শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিন আক্তার পলাশ,ত্রিবেনী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, বগুড়া ইউপি চেয়ারম্যান শিমুল হোসেন, দুধসর ইউপি চেয়ারম্যার শাহাবুদ্দিন সাবু, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ও সাধারণ জনগণের একাংশ এবং শৈলকুপা থানার পুলিশ সদস্যরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শৈলকূপা থানার ওসি (তদন্ত) ঠাকুর দাস মন্ডল।