স্টাফ রির্পোটার: ঝিনাইদহের শৈলকুপায় ধান ক্ষেতের
মাঠ থেকে হৃদয় বিশ্বাস(১৫) নামের এক কিশোরের অর্ধ-গলিত মরদেহ
উদ্ধার করেছে শৈলকুপা থানা পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার
জাঙ্গালিয়া গ্রামের শখের দাড়ী মাঠের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার
করা হয়। মৃত হৃদয় হোসেন জাঙ্গালিয়া গ্রামের তোতা বিশ্বাসের
ছেলে। গত বুধবারে বাড়ি থেকে সে নিখোঁজ হয় বলে জানা যায়।
এলাকাবাসিরা জানান, হৃদয় হোসেন গত বুধবারে বাড়ি থেকে সকালে
বের হয়ে আর ফিরে আসেনি। শামীম হোসেন নামের এক কৃষক সকাল
৮টার দিকে ধান ক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে দেখেন ধান ক্ষেতের
মধ্যে একটি মরদেহ পড়ে আছে। সে ভয়ে বাড়ি চলে এসে ঘটনাটি বললে
পুলিশকে খবর দেয় এলাকাবাসি। পুলিশ বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার
করলে দেখা যায় সে জাঙ্গালিয়া গ্রামের তোতা বিশ্বাসের ছেলে হৃদয়
হোসেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন,
জাঙ্গালিয়া গ্রামের ধানের মাঠ থেকে যে কিশোরের মরদেহটি উদ্ধার করা
হয়েছে । সে জাঙ্গালিয়া গ্রামের তোতা বিশ্বাসের ছেলে। কি কারনে
তাকে হত্যা করা হয়েছে তদন্ত না করে নিশ্চিত বলা যাচ্ছে না বলে জানান।
শৈলকুপা, ঝিনাইদহ