স্টাফ রির্পোটার :ঝিনাইদহের শৈলকুপায় বন্যাড রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টার সময় শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমবায় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্য আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি বনি আমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলার পরিষদ চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুননবী কালু, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী মন্টু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আহসান হাবীব, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা, উপজেলা সমবায় অফিসার মজিবুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকা থেকে আসা সমবায়ীরা । এ সময় আলোচকরা সমবায় দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফুর রহমান।