শীত গেল চলে
,বসন্ত এলো ফিরে।
ককিল ডাকে কণ্ঠ ছেড়ে
,দূর কদমের ডালে।
গ্রীষ্ম কালে উঞ্চণ হওয়া ,
মাটি করে খাঁ-খাঁ।
বর্ষা কালে বাদল ঝড়ে,
ব্যাংঙ ডাকে মক-মক।
শরত যেন সবুজ ছড়ায়,
বাংলা মায়ের হাসি ফুটায়।
হেমন্তে এলো ফুলের বাহার
, বাংলা যেন ফুলের ডালা।
ষঢ় ঋতুর দেশটি আমার,
অর্জন তার রক্ত মাখা।