শৈলকুপা(ঝিনাইদহ)প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার সাব রেজিষ্টার
ইয়াসমিন শিকদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে দলিল
লেখকদের কর্ম বিরতি চলছে।উপজেলার মধ্যে দলিল কমিশনে অতিরিক্ত ফি
দাবি, দলিল রেজিষ্ট্রির সময় নানান অজুহাতে দলিল প্রতি অতিরিক্ত অর্থ
আদায় ও বিলম্বে অফিসে আসা সহ বিভিন্ন অভিযোগে রবিবার থেকে
সাব রেজিষ্টার ইয়াসমিন শিকদারের বিরদ্ধে এ কর্ম বিরতি বলে জানান
দলিল লেখকরা।
শৈলকুপা সাব রেজিষ্টার অফিসের দলিল লেখক আক্তারুজ্জামান বলেন, সাব
রেজিষ্টার ইয়াসমিন শিকদার শৈলকুপায় যোগদানের পর থেকে তারা
বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছেন। উপজেলার মধ্যে কোন অসুস্থ
ব্যক্তির দলিল রেজিষ্টি করতে গেলে দলিল কমিশন হিসাবে সর্বোচ্চ এক
হাজার টাকা নেওয়ার বিধান। কিন্ত সে প্রতিটা দলিলে ৩০ হাজার টাকা
দাবি করে থাকেন। প্রতিদিন অফিসে যে দলিল রেজিষ্ট্রি হয়ে থাকে
তাতে বিভিন্ন অজুহাত ধরে সেখানে প্রতি দলিলে তিনি ৫শত’ থেকে
৫ হাজার টাকা দাবি করেন। এছাড়া প্রতিদিন তিনি বেলা ১২টার
আগে অফিসে আসেন না বলে জানান।
সোমবার জমি রেজিষ্ট্রি করতে আসা মাঠপাড়া গ্রামের আঃ করিম
বলেন, অফিসে এসে দেখেন দলিল লেখকদের কর্ম বিরতি চলছে। জমি
রেজিষ্ট্রি করতে না পারায় তারা দূর্ভোগে পড়েছেন বলে জানান।
উপজেলার হরিহরা গ্রামের শহিদুল ইসলাম বলেন,গত সপ্তাহে দলিল
রেজিষ্ট্রি করতে এসেছিলাম।বসে থাকতে থাকতে সাব রেজিষ্টার
আসলেন দুপুর ১২টার পর, সরকারী কর্মকর্তা যদি এভাবে অফিস করে
তাহলে আমার মত সাধারণ মানুষ দূর্ভোগে পড়বে।
অভিযোগ নিয়ে সাব-রেজিষ্টার ইয়াসমিন শিকদার বলেন, দলিল লেখকরা
তার বিরুদ্ধে যে অভিযোগ করছেন এটা তাদের মনগড়া অভিযোগ।
তিনি সরকারী নিয়মের বাইরে কোন দলিল রেজিষ্ট্রি করেন না। অফিসে
বিলম্বে আসা তা উর্ধ্বোতন কর্তৃপক্ষ জানেন বলে জানান।
দলিল লেখকদের কর্ম বিরতি নিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা
এসিল্যান্ড বনি আমিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে কেউ
তাকে লিখিত ভাবে বিষয়টি অবগত করেননি বলে জানান।
শৈলকুপা, ঝিনাইদহ