শৈলকুপায় ডঃ ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা-
২০২৩অনুষ্ঠিত
শৈলকুপা(ঝিনাইদহ) প্রতিনিধি ঃ ঝিনাইদহের শৈলকুপায় ডঃ
ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৩ উৎসব মুখর
পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার শৈলকুপা সরকারী ডিগ্রি কলেজে
বিভিন্ন স্কুলের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে সকাল ১০ টা
থেকে ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।৩০০ মার্কের বাংলা, অঙ্ক,ও
ইংরেজী পরীক্ষায় শতাধিক স্কুলের ৪৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
মেধাতালিকার ভিত্তিতে ট্যালেন্টপুলে ৫জন ও প্রতি ইউনিয়ন থেকে ৩জন
করে ৪৫ জন মোট ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা
হয়।শিক্ষার্থীদের শান্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে দেখা যায়।
পরীক্ষার হলে প্রবেশের পর শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠ
অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। এসময় উপস্থিত ছিলেন ডঃ
ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের সভাপতি ডেফোডিল ইউনিভার্সিটির
ডীন অধ্যাপক শামসুল আলম,সদস্য সচিব স্বপন বাগচী, সদস্য ও প্রধান
সমন্বয়ক কে এম শরিফুল ইসলাম,সদস্য ও উপজেলা দূর্নীতি দমন
কমিটির সভাপতি আঃ ওহাবসহ অনেকে।
ডঃ ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন এর সদস্য সচিব স্বপন বাগচী বলেন,
২০০৯ সাল থেকে মেধাতালিকার ভিত্তিতে আমরা ৫০ জনকে বৃত্তি দিয়ে
থাকি।শৈলকুপার শিক্ষা বিকাশে এবং ছাত্রছাত্রীদের প্রতিযোগীতামূলক
পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।প্রতি বছরের
ন্যায় এবছরেও আমরা সুন্দর পরিবেশে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি।