জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২৩ অবহিত করণ সভা অনুষ্ঠিত
স্টাফ রির্পোটার : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল বার ৩ জানুয়ারি ২০২৩ সকল ১০ টার সময় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প:প: কর্মকর্তা ডা: রাশেদ আল মামুনের সভাপতিত্বে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার ভূমি, বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শামীম আহমেদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ ইসমাইল হোসেন, ডা: শাহনাজ ইবনে কাশেম, ডা: মাধুরী কর্মকার, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি, এম হাসান মুসা, এসআই মোঃ শহিদুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারী । অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ শহিদুল ইসলাম।