শৈলকূপায় একুশে ফেব্রুয়ারী ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
স্টাফ রির্পোটার: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রশাসন আয়োজনে একুশে ফেব্রুয়ারী ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী ২০২৩ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে মত বিনয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুননবী কালু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও স্কুলের প্রধান গন । এ সময় বক্তরা একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন এবং দিনটি সফলভাবে উদযাপনের জন্য বিভিন্ন উপ কমিটি তৈরি করে দেন।