স্টাফ রির্পোটার: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সুদে কারবারীর ৬-সদস্যকে আটক করেছে শৈলকূপা থানা পুলিশ। এ অভিযান পরিচালনা করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও তার চৌকস পুলিশ বাহিনী।
১। জাহাঙ্গীর আলম ৫০, পিতা আব্দুল জলিল বিশ্বাস, গ্রাম: হাকিমপুর ২। আমজাদ হোসেন মোল্লা ৪০ পিতা মৃতু খোরশেদ মোল্লা, গ্রাম: ইব্রাহিমপুর ৩। আব্দুর রহিম শেখ, পিতা আবুল শেখ, বারইপাড়া ৪। সিদ্দিকুর রহমান, পিতা মৃত শহর আলী শেখ, গ্রাম: শেখপাড়া ৫। পলাশ হোসেন ৩৮, পিতাঃ আব্দুস সালাম, গ্রাম: ভাটোই বাজার
৬। পেয়ার আলী, পিতা মৃত কুদ্দুস মন্ডল, গ্রাম চাঁদপুর এরা সবাই সুদে ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান দীর্ঘদিন ধরে এরা সুদে ব্যবসা চালিয়ে আসছে। একবার সুদে টাকা নিলে বারবার দেওয়ার পরেও এদের টাকা শেষ হয় না এবং দরিদ্রতার সুযোগ নিয়ে তাদের নিকট থেকে চেক ও স্ট্যাম্প নিয়ে থাকে, সুযোগ বুঝে তারা চেক জালিয়াতি ও স্টাম্পের কেস দিয়ে তাদেরকে হয়রানি করে। সুদে কারবারীরর বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।