শৈলকুপায় কৃষি মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
স্টাফ রির্পোটার : ১০জুন শনিবার দুপুর ২টার সময় ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণ কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আব্দুল হাই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুননবী কালু, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, এ সময় অতিথিরা মেলা প্রাঙ্গণের স্টল পরিদর্শন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য মোঃ আনিসুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার, শৈলকূপা, ঝিনাইদহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আবুল হাসনাত, কৃষি সম্প্রসারণ অফিসার, শৈলকূপা, ঝিনাইদহ।