শৈলকুপায় একটি ক্লিনিকে বন্ধের আদেশ ২ টি ক্লিনিকে ৭০ হাজার টাকা জরিমানা
স্টাফ রির্পোটার: ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়ে দুইটি ক্লিনিক কে ৭০ হাজার টাকা জরিমানা ও একটি ক্লিনিক কে বন্ধের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি বনি আমিন। বুধবার ২৬ জুলাই সকাল ১০ টা থেকে শুরু করে ২টা পর্যন্ত শৈলকুপার বিভিন্ন ক্লিনিক পরিদর্শন করেন সিভিল সার্জন ডাক্তার শুভ্রা রানী দেবনাথ। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বনি আমিন। নুরজাহান প্রাইভেট হাসপাতালকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা ও সাহিদা প্রাইভেট হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং শৈলকূপা শিশু হাসপাতালকে বন্ধ রাখার নির্দেশদেন। এ সময় উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প:প: কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন। এম,ও,সি,এস ডা: মেহেদী হাসান।
এম,ও,সি,এস ডা: সুজয়েত হোসেন। এম,ও,সি,এস ডা: আব্দুল্লাহ আল মামুন। এ সময় সিভিল সার্জন জানান এ অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।