চৌগাছায় এক হিন্দু পরিবারের সবাই ইসলাম গ্রহণ
হুমায়ূন কবির,কোটচাঁদপুর প্রতিনিধি:চৌগাছায় এক হিন্দু পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেছেন।
যশোর জেলার চৌগাছা উপজেলার চাকলা গ্রামের একই পরিবারে পর্যায়ক্রমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। শ্রী ওরসিন কুমার ও শ্রীমতি শ্যামলী কুমার দম্পতির ছেলে শ্রী অসীম বয়স ৩২ তার ওয়াইফ প্রথমে চতুর্থ রমজানে ছেলে মেয়ে সহ তারা তিনজন ইসলাম ধর্ম গ্রহণ করে। পরবর্তীতে গত বৃহস্পতিবার ৩আগষট ২০২৩ যশোর কোটে এভিডেভিট এর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন অসীত।
বর্তমানে অসীতের নাম মুসলমান হওয়ার পরে সবাই মিলে মোঃ ওসমান গনি রাখেন, তার ছেলের নাম রাখেন বেলাল হোসেন, মেয়ের নাম খাদিজা আর তার ওয়াইফের নাম আছিয়া বিবি। তারা নিজ পরিবারের ঘরবাড়ি সব ছেড়ে অন্য একজনের ভাড়া বাসায় উঠেছে। মোহাম্মদ ওসমান গনির কোটচাঁদপুর কলেজ স্ট্যান্ডের একটা সেলুনের দোকান আছে। সেখান থেকে যা আয় রোজগার হয় তা দিয়ে তাদের সংসার চলে।
যেহেতু বর্তমানে তারা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন তাই তাদের একটু কষ্ট করে দিনাতিপাত করতে হচ্ছে। মোহাম্মদ ওসমান গনি ও তার পরিবার স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে তিনি জানান,কেউ তাদেরকে উদ্বুদ্ধ করে নাই। তারা কুরআন হাদিস পড়ে এবং মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দেখে তার প্রতি উদ্বুদ্ধ হয়ে তারা সবাই একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন।