শৈলকুপায় মাছধরা জাল কাঁটাকে কেন্দ্র করে
ছুরিকাঘাতে নিহত ১, আটক ৩
স্টাফ রির্পোটার: মাঠে মাছধরার জাল কাঁটার তুচ্ছ
ঘটনা নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় আবু সাঈদ বিশ্বাস(৫০) নামের
এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছে। ঘটনাটি শুক্রবার বেলা ৩টার
দিকে উপজেলার ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে। এ
ঘটনায় সাথে জড়িত ৩ ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশে
সোপর্দ করেছে বলে জানা যায়।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নে
বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও পরাজিত চেয়ারম্যান
প্রার্থী ফারুক বিশ্বাসের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে
আসছিল। গত তিনদিন আগে গোলকনগর গ্রামের মফিজ উদ্দিন
সমর্থক শাহীন বিশ্বাসের এক কর্মী মাঠে মাছধরার জাল পাতে। কে বা
কাহারা রাতে তার জাল কেটে দেয়। এ ঘটনায় শাহীন বিশ্বাস ফারুক
সমর্থক সাঈদ বিশ্বাসের এক কর্মীকে জাকিরকে দোষারোপ করতে
থাকে। এছাড়াও কয়েকদিন আগে শাহীনের গ্রাম্য দল থেকে কয়েক ব্যক্তি
দল পরিবর্তন করে আবু সাঈদ বিশ্বাসের দলে যোগ দিলে বিরোধ
প্রকাশ্যে রুপ নেয়। এ সমস্ত ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজ
শেষে মসজিদের হিসাব নিকাশ বুঝে দিয়ে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষ
গোলক নগর গ্রামের মাহাতাব বিশ্বারসর ছেলে শাহীন বিশ^াস সহ
তিন ব্যক্তি আবু সাঈদকে ছুরিকাঘাতে গুরুত্বর আহত করলে ঘটনাস্থলেই
তার মৃত্যু হয় বলে জানা যায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, তুচ্ছ
ঘটনা নিয়ে গোলকনগর গ্রামে সাঈদ বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত
হয়েছে। এ ঘটনায় শাহীন বিশ্বাস, বকু কাজী ও জোয়াদ আলী নামের
তিন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান।