শৈলকুপায় জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধ: ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন মসজিদের দায়িত্ব পালনরত সম্মানিত ইমামগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু প্রতিরোধ, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম উন্নয়নমূলক কার্যক্রম এবং উপজেলা সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ৩ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজিয়া আক্তার চৌধুরী সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম রফিকুল ইসলাম, জেলা প্রশাসক ঝিনাইদহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আজিম-উল হাসান, পুলিশ সুপার ঝিনাইদাহ ।মোঃ আব্দুল হামিদ খান, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ। এম আব্দুল হাকিম আহাম্মেদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ শৈলকূপা, ঝিনাইদহ। কাজী আশরাফুল আজম, মেয়র শৈলকূপা পৌরসভা। মোহাম্মদ জাহিদুননবী কালু, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ শৈলকুপা, ঝিনাইদহ । মোঃ আমিনুল ইসলাম, অফিসার্স ইনচার্জ শৈলকুপা থানা। সময় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ শামীম খান, উপজেলা শিক্ষা অফিসার, শৈলকুপা ,ঝিনাইদহ।