শৈলকুপায় ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত
আব্দুল জাব্বার, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধ: ঝিনাইদহের শৈলকুপায় সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে । শনিবার ৪ নভেম্বর সকাল ১০টার সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা, শেখ মেহেদী ইসলাম সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বর্ণাঢ্য র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম আব্দুল হাকিম আহম্মেদ, চেয়ারম্যান শৈলকুপা উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহিদুননবী কালু, ভাইস চেয়ারম্যান শৈলকুপা উপজেলা পরিষদ। সহকারী কমিশনার ভূমি,বনি আমিন। মোঃ আহসান হাবীব, কৃষি সম্প্রসারণ অফিসার, শৈলকুপা, ঝিনাইদহ। মোঃ মনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। মোঃ রহমত আলী মন্টু ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। এসময় আরো উপস্থিত ছিলেন, শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম, হাসান মুসা, সাধারণ সম্পাদক শাহিন আক্তার পলাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জাব্বার ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ীরা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ মুজিবুর রহমান, উপজেলা সমবায় অফিসার, শৈলকুপা, ঝিনাইদহ। এসময় বক্তারা সমবায় ভিত্তিক সমাজ গঠনে প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন, আবু আরিফ রেজা।