স্টাফ রির্পোটার: ঝিনাইদহের শৈলকুপায় ঝিনাইদহ ১ আসনের মনোনয়নপত্র
দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি,আব্দুল হাই ও স্বতন্ত্র প্রার্থী
হিসাবে একই আসনের মনোনয়নপত্র, জেলা রিটার্নিং অফিসার ও জেলা
প্রসাশকের নিকট দাখিল করেছেন নজরুল ইসলাম দুলাল। মনোনয়ন পত্র জমাকে কেন্দ্র
করে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে
উৎসবের আমেজ সকাল থেকেই শৈলকুপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এবং
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভিড়
করতে দেখা গেছে নেতাকর্মীদের। ওপর দিকে জেলা রিটার্নিং অফিসারের কর্যালয়ে
মটর সাইকেল ও গাড়ী বহর নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন নজরূল ইসলাম দুলাল্ধসঢ়;
বেলা ১২টায় সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ
মেহেদী ইসলামের নিকট আব্দুল হাইয়ের মনোনয়নপত্র দাখিলের সময় উপজেলা
আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ,
উপজেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ মোল্লা, উপজেলা কৃষক লীগের
সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, পৌর আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক সিকদার ওয়াহিদুজ্জামান ইকু, তেরোটি ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল
নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে দুপুর ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম
রফিকুল ইসলামের নিকট স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল।এ সময় উপস্থিত ছিলেন
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, শৈলকুপা উপজেলা
আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, পৌর মেয়র
কাজী আশরাফুল আজম প্রমূখ।
জাতীয় পার্টির মনিকা আলম শৈলকুপা উপজেলা রিটার্নিং অফিসারের
কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেনসিহাব হোসেন মোল্লা,
আনিচুর রহমান ও আবু বক্কার।