শৈলকুপায় স্টুডেন্টস ওয়েলফেয়ারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রির্পোটার: ঝিনাইদহের শৈলকুপায় স্টুডেন্টস ওয়েলফেয়ারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ সকাল ১০ টার সময় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০১২ সাল থেকে স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর যাত্রা শুরু হয়ে
এখন পর্যন্ত ২৬৪০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
২০২৩ সালে মোট পরীক্ষার্থী ২৭৭০ জন।
মোট ৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হল:
১ম কেন্দ্র উজানগ্রাম আলিম মাদ্রাসা। উক্ত কেন্দ্রের পরীক্ষার সচিব হিসাবে দায়িত্ব পালন করেন উক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান।
২য় কেন্দ্র মধুপুর হোদিরণ নেছা মাধ্যমিক বিদ্যালয়। এই কেন্দ্রের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন।
৩য় কেন্দ্র গাড়াগঞ্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এই কেন্দ্রের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন উক্ত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল।
৪র্থ কেন্দ্র শৈলকূপা ফাজিল মাদ্রাসা। এই কেন্দ্রের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন উক্ত প্রতিষ্ঠান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মোঃ আবু সাইদ।
৫ম কেন্দ্র শৈলকূপা মহিলা ডিগ্রি কলেজ। এই কেন্দ্রের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন উক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খবির আহমদ । পরীক্ষা পরিদর্শন করেন ওয়েলফেয়ারের অন্যতম উপদেষ্টা ড. কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুলতান আহমেদ, শৈলকুপা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল জাব্বার,
ওয়েলফেয়ারের পরিচালক মারুফ আব্দুল্লাহ
ও অন্যান্যা অতিথিবৃন্দ।
৪র্থ শ্রেনী ৩২০ ছেলে, ৩৯০ মেয়ে
৫ম শ্রেনী ৩১৯ ছেলে, ৪৪০ মেয়ে
৬ষ্ঠ শ্রেণী ২১০ ছেলে, ৩২৭ মেয়ে
৭ম শ্রেণী ১২৪ ছেলে, ২১৩ মেয়ে
৮ম শ্রেণী ৮০ ছেলে, ১৭০ মেয়ে
৯ম শ্রেণী ৭৬ ছেলে, ১০৭ মেয়ে
এককালীন বিত্ত দেয়া হয়। শিক্ষার্থী ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর পেলে সাধারণ গ্রেড এবং ৮০ নম্বর পেলে ট্যালেন্টফুল বৃত্তি দেয়া হবে। স্টুডেন্ট ওয়েলফেয়ারের চেয়ারম্যান আব্দুস সালাম জানান
আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবছরও সকলের সার্বিক সহযোগিতায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্র ভিত্তিক পরীক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহন মূলক উপস্থিতি আমাদেরকে আন্দোলিত করেছে। ওয়েলফেয়ার পরিবার, প্রতিষ্ঠান প্রধান ও প্রশাসনসহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।