উপজেলা প্রশাসনের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সম্পাদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রশাসনের সাথে নবনির্বাচিত এমপির মো: নায়েব আলী জোয়ারদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ ই জুন ২০২৪ ইং সকাল ১০ টার সময় উপজেলা নির্বাহীর কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মো: নায়েব আলী জোয়ারদারকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নায়েব আলী জোয়ারদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ। সহকারী কমিশনার ভূমি মোঃ বনি আমিন। এছাড়াও উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় এমপি মহোদয় দপ্তর প্রধানগণের উদ্দেশ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা মূলক কাজ করার জন্য বলেন এবং যেকোনো কাজের জন্য তার সহযোগিতা থাকবে সবার সাথে এ আশাবাদ ব্যক্ত করেন।