শৈলকূপায় ফসলের উপর দুর্বৃত্তের হামলা
শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ১৫ কৃষকের ২০ বিঘা জমির কলাগাছ, ৫ বিঘা জমির ঝাল গাছ ও ২ বিঘা জমির কচু গাছ রাতের আধারে কেটে দিল দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে ঝিনাইদহে শৈলকুপার ১নং ত্রিবেণী ইউনিয়নের জুগিপাড়া গ্রামে। কৃষক মেহেদী হাসান জানান, আমাদের এলাকায় প্রায়ই ঘটছে ফসলের উপর হামলা ঘটনা যা খুবই দুঃখজনক এতে কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ।
কৃষক হাফিজুর রহমান জানান নিম্নে ব্যক্তিদের ফসল কেটেছে দুর্বৃত্তরা,
১।রেজাউল করিমের ২ বিঘা জমির কলা ও ১ বিঘা জমির ঝাল গাছ।
২। শাহিনুরের ১ বিঘা,৩। বকুলের ১ বিঘা,
৪। মাজেদের২ বিঘা কলা গাছ ও ১ বিঘা ঝাল গাছ এবং ১০ কাঠা কচু গাছ, ৫। ফজলুর রহমানের ১ বিঘা,
৬। মিলটনের ১বিঘা, ৭। মান্নানের দেড় বিঘা,
৮। মন্টুর ১ বিঘা, ৯। লতিফের ১ বিঘা,
১০।ফারুকের ২ বিঘা,১১। আমুদ আলী ২ বিঘা জমির কলা গাছ ও ১ বিঘা জমির ঝাল গাছ ১২।রাতুলের ১ বিঘা, ১৩। হাফিজুরের ২ বিঘা,১৪। আকরাম হোসেনের ১০ কাটা, ১৫। সেকেন্দার আলীর ১বিঘা জমির কলা গাছ। এছাড়াও সান্টু খাইরুল ও সেকেন্দারের দুই বিঘা জমির মরিচ গাছ কেটেছে কে বা কারা রাতের আধারে।
রামচন্দ্রপুর ক্যাম্পের আইসি এস আই তৌহিদুর রহমান জানান ১০ থেকে ১৫ কৃষকের ১৫ থেকে ২০ বিঘা জমির কলাগাছ ও আনুমানিক ৫ বিঘা জমির ঝাল গাছ কে বা কারা রাতের আঁধারে কেটে দিয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তদন্ত করে দেখছি।