শৈলকুপায় কবি গোলাম মোস্তফার ৬০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সম্পাদক: ঝিনাইদহের শৈলকুপায় মুসলিম জাগরণের কবি গোলাম মোস্তফার ৬০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতা কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৩ অক্টোবর সকাল ১০ টার সময় কবি গোলাম মোস্তফা একাডেমী ও গুনি জন স্মৃতি সংসদের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রয়াত কবির নিজ বাড়ী উপজেলার ৯ নং মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে কবি গোলাম মোস্তফা একাডেমি ও গুণীজন স্মৃতি সংসদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার ৬০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও দোয়া করে হয়। সেই সাথে কবির কবিতা পাঠ্যবইতে পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে ১ মিনিট নিরবতা পালনের কর্মসূচি পালন করা হয়।কবি গোলাম মোস্তফা ১৮৯৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৪ সালের এই দিনে মৃত্যুবরণকরেন। কবি গোলাম মোস্তফার রয়েছে অসংখ্য গ্রন্হ, তবে বিশ্বনবী তাঁর শ্রেষ্ঠ গ্রন্হ।
আলোচনা সভায় বক্তারা কবির স্মৃতি বিজড়িত জীবনী আলোচনা করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল জাব্বার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহান হোসেন।