শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক আনসার ও ভিডিপি সদস্যদের মতবিনিময় সভা অনুষ্টিত
স্টাপ রিপোটার: ঝিনাইদহের শৈলকুপায় আত্নহত্যা প্রতিরোধে জেলা আনসার ও ভিডিপি ঝিনাইদহ জেলাধীন শৈলকুপা উপজেলার বিভিন্ন পদবীর ভাতাভোগী সদস্য-সদস্যাদের নিয়ে আত্নহত্যা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।গত কাল সকাল ১০ টার সময় শৈলকুপা উপজেলা আনসার ও জিডিপি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান,পিভিএম। জেলা কমান্ড্যান্ট বলেন সবচেয়ে বেশি আত্মহত্যা প্রবণ এলাকা হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা । বর্তমানে এ পরিস্থিতি মোকাবেলায় কারণ, প্রতিরোধ,উপায় ও করণীয় বিষয়ে আলোচনা করেন এবং উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া তিনি বিভিন্ন প্রকার সামাজিক অপরাধ প্রতিরোধ বিষয়ে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা ও করণীয় বিষয়ে বিশেষভাবে আলোচনা করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশে আনসার ও ভিডিপির তৃণমূল পর্যায়ের সদস্যদের কাজে লাগিয়ে অত্র জেলায় আত্মহত্যা প্রতিরোধ ও এর হার কমিয়ে আনার জন্য রেঞ্জ কমান্ডার,খুলনা জনাব মোঃ নূরুল হাসান ফরিদী মহোদয়ের পরামর্শে কাজ শুরু করেছি। আমরা প্রাথমিক পর্যায়ে উপজেলাগুলোতে ও পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ে এ ধরণের সচেতনতামূলক সভা আয়োজনের কর্মসূচী অব্যাহত রাখবো। উপজেলা প্রশিক্ষক দীপক সরকারসহ বিভিন্ন পদবীর ৭০(সত্তর) জনের অধিক ভাতাভোগী আনসার কমান্ডার, দলনেতা-দলনেত্রী উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রশিক্ষিকা মোসাঃ রোকেয়া খাতুন,