শৈলকুপায় ভাগ্নের হাতে মামা খুনের অভিযোগ উঠেছে
শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় ভাগ্নের হাতে মামা নিহতের ঘটনা ঘটেছে। । স্থানীয় সূত্রে জানগেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। খুলুমবাড়ি বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাগ্নের হাতে খুন হয়েছেন মামা। নিহত মামার নাম আকমাল খাঁ, তার বাড়ি পাংশা উপজেলার কেওয়াগ্রামে। আর অভিযুক্ত ভাগ্নে ইউনুস আলীর বাড়ি শৈলকুপা উপজেলার সাহবাড়িয়া গ্রামে।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকাল ৩ টার দিকে, খুলুমবাড়ি বাজার সংলগ্ন গড়াই নদীর ঘাটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আকমাল খাঁ তার ভাগ্নের সাথে জমিজমার পুরনো বিরোধ মেটাতে নৌকায় করে এসেছিলেন। কিন্তু নৌকা থেকে নামার পরই ঘাটে মামা-ভাগ্নের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি খারাপের দিকে গেলে মামা আকমাল খাঁ ফিরে যেতে চান।
এ সময় ক্ষিপ্ত ভাগ্নে আচমকা মামার গলায় একটি গামছা পেঁচিয়ে ধরে। জোর করে তাকে নিজের বাড়ির দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই আক্কু্বার খানের মৃত্যু হয়।
এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত ভাগ্নেকে ধরতে পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ। পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে।