শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধ: ঝিনাইদহ শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদযাপন উপলক্ষে শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি বনি আমিন জানান। আগামী ৭ নভেম্বর উপজেলা চত্বরে সারাদেশের নেই শৈলকুপা উপজেলাতেও ডিজিটাল উদ্বোধনী মেলা২০২২ অনুষ্ঠিত হবে। একদিন ব্যাপী এ মেলায় চারটি প্যাভিলিয়ন থাকবে এবং প্রতিটা ব্যাবিলনে পাঁচটি করে মোট ২০ টা স্টল থাকবে। অগ্রাধিকার ভিত্তিতে স্টলে যারা অংশগ্রহণ করতে পারবে তারা হলো ডিজিটাল উদ্ভাবনী বিষয় নিয়ে কাজ করে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান। মেলা প্রাঙ্গণে স্থানীয় উদ্ভাবন পদর্শন সহ নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থা থাকবে, পাশাপাশি সেবা প্রধান প্রক্রিয়া অবহিতকরণ উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হবে। মেলা অভ্যন্তরে ডিজিটাল বাংলাদেশ ভিত্তিক ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শনীর ব্যবস্থা রাখা হবে। উক্ত মেলায় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিত রাখা জন্য প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশ দেওয়া হবে। জাঁকজমক ও লোকমুখর করার জন্য তিনি সাংবাদিকদের নিকট প্রচার-প্রচারণা ও সহযোগিতার কামনা করেন। এ সময় সাংবাদিকরা তাকে সর্ব বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন ।