স্টাফ রির্পোটার : প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে শৈলকুপা উপজেলা অডিটোরিয়ামে মঙ্গলবার ১ নভেম্বর ২০২২ জাতীয় যুব দিবস পালিত হয়েছে। আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান, শৈলকুপা প্রেস ক্লাবের সভাপতি এম হাসান মুসা , আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) ও সহকারী কমিশনার ভূমি বনি আমিন।
৭২ জনের মধ্যে সর্বমোট ১৭ লক্ষ্য দশ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়, এতে দুই ধরনের ঋণ দেওয়া হয় পরিবার ভিত্তিক ঋণ দেওয়া হয় ৩৫ জনকে এবং আত্ম-কর্মসংস্থান ভিত্তিক ঋণ দেওয়া হয় ৩৭ জনকে এবং প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।