ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আলতাফ হোসেনের বিরুদ্ধে পূর্বে জব্দকৃত মাদকদ্রব্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গ্রামের কন্ঠ পত্রিকার অনুসন্ধানে জানাতে পাড়ি মহেশপুর উপজেলার মান্দার বাড়িয়া ইউনিয়নে শ্যামনগর গ্রামের চাঁদ আলীর ছেলে মাদক ব্যাবসায়ী নবুলের কাছে প্রথমে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ১২০০০/ টাকায় বিক্রি করেন। ক্রয়কৃত ফেন্সিডিল নকল হওয়াই আলতাফ হোসেনকে জানালে পরে যশোর থেকে আবার পাল্টিয়ে দেন। মাদক ব্যাবসায়ী নবুলের ও আর এক ব্যাবসায়ীর অডিও রেকর্ডিং জানা যাই এসব তথ্য । ওপর দিকে আলতাফ হোসেনের বাড়ি যশোর জেলার চৌগাছায় বর্ডার এলাকায় হওয়াই ওই এলাকার সকল মাদক ব্যাবসায়ীকে সেল্টার দিয়ে থাকেন। মাদক ব্যাবসায়ীদের সঙ্গে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বিনিময় ও মাদক বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। পুড়াপাড়া বাজার খাল পাড়ার আলীর কাছে এক টুপলা দেশীয় মদসহ আটক করে ১৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ও আছেন। এছাড়াও তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় মামলা চলমান আছে এমন তথ্যও পাওয়া গেছে। তবে এই অভিযোগের বিষয়ে জানতে সরকারি নাম্বারে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া গেছে, বিভিন্ন অভিযোগের বিষয়ে আলতাফ হোসেনের মুটো ফোনে জানতে চাইলে, তিনি ফোনে কথা না বলে, সাক্ষাতে কথা বলতে চান!এছাড়াও তিনি বলেন আমার নামে কোন সংবাদ যেন প্রচার না হয়। এব্যাপারে ঝিনাইদহ মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম মজুমদার জানান, তাহার বিরুদ্ধে আসা এই অভিযোগ যদি সত্য হয়। তাহলে খুবই খারাপ কাজ করেছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।