শৈলকুপায় প্রেমিকের বিয়ে তাই বিয়ের
দাবীতে হাজির হলেন প্রেমিকের বাড়িতে
,শৈলকুপা(ঝিনাইদহ)প্রতিনিধি: প্রেমিকের বিয়ে তাই বিয়ের দাবি
নিয়ে তিনদিন ধরে প্রেমিকের বাড়িতে হাজির হলেন প্রেমিকা।
ঘটনাটি উপজেলার ১৩নং উমেদপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের মধু
শেখের বাড়িতে। এ ঘটনায় মধু শেখের ছেলে মহব্বত শেখ পলাতক রয়েছে
বলে জানা যায়। বিয়ের দাবিতে মধু শেখের বাড়িতে অবস্থানরত মেয়েটির
দাবি হয় তার প্রেমিক মহব্বতের সাথে তার বিয়ে হবে না হয় সে
আত্মহত্যা করবে বলে জানান।
বিয়ের দাবিতে লক্ষনদিয়া গ্রামে মধু শেখের বাড়িতে অবস্থান নিয়েছে
একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের শহিদুল
ইসলামমের মেয়ে রুপা খাতুন (২১)।
রুপা খাতুন বলেন, লক্ষনদিয়া গ্রামে তার ফুফুর বাড়ি হওয়ার সুবাদে
মধু শেখের ছেলে মহব্বতের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত
এক বছর আগে তার পিতা মাতা তাকে ফুলহরী গ্রামে বিয়ে দেয়। কিন্ত
সেখানে ১৫ দিন সংসার করার পর মহব্বত তাকে পূনরায় বিয়ের কথা বলে
বিচ্ছেদে বাধ্য করেন। বিচ্ছেদের পর থেকে সে তাকে পারিবারিক ভাবে
বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার মেলামেশা করেন। সোমবার
মহব্বতের বিয়ে হবে অন্য কোথাও, এ কথা জানতে পেরে শনিবার বিকাল
৪টার দিকে সে বিয়ের দাবি নিয়ে মহব্বতের বাড়িতে অবস্থান করছেন।
শনিবার রাতেও মহব্বত বাড়িতে তার সাথে রাতযাপন করেন। কিন্ত
আশ^াসের পর রবিবার রাত থেকে সে পলাতক রয়েছে। মহব্বতের সাথে তার
বিয়ে না হলে সে আত্মহত্যা করবে বলে জানান।
রুপা খাতুনের পিতা শহিদুল ইসলাম বলেন, তা মেয়ে প্রাপ্ত বয়স্ক। তাকে
তারা পারিবারিকভাবে বিয়ে দিয়েছিলেন। কিন্ত লক্ষনদিয়া গ্রামের
মহব্বত নামের একটি ছেলে সেখান থেকে তার মেয়ের বিবাহ বিচ্ছেদ
ঘটান। বর্তমানে বিয়ের দাবি নিয়ে তার মেয়ে মহব্বতের বাড়িতে
অবস্থান করছে বলে তিনি জানান।
মহব্বতের মা সুফিয়া খাতুন বলেন, তার ছেলে মহব্বতের সাথে চরপাড়া
গ্রামের রুপা খাতুনের সম্পর্ক ছিল। তারা সেখানে তার ছেলেকে
বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান। কিন্ত সে সময় তারা সে প্রস্তাব
প্রত্যাখ্যান করে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেন। সেখানে তার
ছাড়াছাড়ি হয়। সোমবার তার ছেলের বিয়ে হওয়ার কথা। কিন্ত শনিবার
বিকাল থেকে মেয়েটি অবৈধভাবে তার বাড়িতে অবস্থান কছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মেয়ে এবং
ছেলের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নিবেন বলে
জানান।
শৈলকুপা, ঝিনাইদহ