শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান বিজয় দিবস
ঝিনাইদহের শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে সরকারি বেসরকারি রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শৈলকূপা সরকারি ডিগ্রী কলেজ মাঠে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগণ অংশ নেয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুননবী কালু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বনি আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় প্রধানগণ।