শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় ডেন্টাল এসোসিয়েশনের মহান বিজয় দিবস উদযাপন
ঝিনাইদহের শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে শৈলকুপা ডেন্টাল এসুসিয়েশনের পক্ষ থেকে শহীদদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম , আলী হোসেন, রজত কুমার, প্রভাস, মেহেদী হাসান মিঠু, সাগর শর্মা,তরুণ , সেলিম রেজা, সুমন, জীবন কুমার পোদ্দার সহ এসোসিয়েশনের শৈলকুপার বিভিন্ন এলাকা থেকে আসা সদস্যরা। এ সময় তারা এক আলোচনা সভার আয়োজন করে, আলোচনা সভায় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তাদের সেবামূলক কার্যক্রম এবং দেশের ভাব গম্ভীর্য যাতে অক্ষুণ্ণ থাকে সেসব বিষয়ে আলোচনা করেন পরিশেষে খাবার পরিবেশন এর মাধ্যমে তাদের অনুষ্ঠান সমাপ্ত হয়।