শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
ঝিনাইদহের শৈলকুপায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে শহীদদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত আবাসিক মেডিকেল অফিসার সুজায়েদ হোসেন সহ ডাক্তার, নার্স ও হাসপাতালে সেবা দানকারীরা । এ সময় তারা এক আলোচনা সভার আয়োজন করে, আলোচনা সভায় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তাদের সেবামূলক কার্যক্রম এবং দেশের ভাব গম্ভীর্য যাতে অক্ষুণ্ণ থাকে সেসব বিষয়ে আলোচনা করেন ।