আগামীকাল শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের কর্মসূচি রয়েছে। এই গণসমাবেশে জনসমাগম ঠেকাতে বাস চলাচল বন্ধসহ নানাভাবে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি।
কেন্দ্রীয় বাস টার্মিনালের হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার শেখ হাসানুল করিম প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তাঁদের কোনো বাস আজ সকালে খুলনা যায়নি। আবার খুলনা থেকেও কোনো বাস ছেড়ে আসেনি। তবে বেনাপোল, সাতক্ষীরা ও পাইকগাছার উদ্দেশে বাস যাচ্ছে।
স্বাভাবিক সময়ে সকাল ৬টা থেকে ১০টার মধ্যে হানিফ পরিবহনের ৩ থেকে ৪টি বাস মাগুরা-খুলনা রুটে চলাচল করে বলে জানান হাসানুল করিম।
খুলনায় যাওয়ার উদ্দেশ্যে আজ সকালে ঢাকা রোড বাসস্ট্যান্ডে এসেছিলেন মাগুরা সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের শৈশব মণ্ডল (২২)। তবে সরাসরি খুলনায় যাওয়ার কোনো বাস পাচ্ছিলেন না তিনি।