ঝিনাইদহে মিডিয়া বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের মিডিয়া কর্মীদের নিয়ে দিনভর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বার্তা ঝিনাইদহ জেলা ইউনিটির আয়োজনে শুক্রবার সকাল ৮টা থেকে শুরু করে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএম মিজানুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রহিদুল ইসলাম, সহ-সভাপতি চৌগাছা প্রেসক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল জাব্বার, সাংগঠনিক সম্পাদক, শৈলকূপা প্রেসক্লাবে,মোঃ ইকবাল হোসেন, মোঃ রাশেদ সারোয়ার, মোঃ বাবুল আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক চৌগাছা প্রেসক্লাব।এ সময় জেলার ৬টি উপজেলা থেকে প্রায় অর্ধশতাধিক মিডিয়া কর্মী উপস্থিত হয়। উক্ত কর্মশালায় বক্তারা মিডিয়া কর্মী সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং তাদের কার্য ও করণীয় সম্পর্কে ধারণা প্রদান করেন। দিনশেষে পরীক্ষার মাধ্যমে কর্মশালার বিষয়বস্তু মূল্যায়ন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফিরোজ আহমেদ।