শৈলকূপায় ঝিনাইদহ প্রতিনিধ: শৈলকুপা প্রেস ক্লাবের সংবাদ কর্মীদের সাথে নবাগত ইউএনও রাজিয়া আক্তার চৌধুরীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল তিনটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি হাসান মুসা, সাধারণ সম্পাদক শাহিন আক্তার পলাশ, সহ-সভাপতি মফিজুল ইসলাম, সহ-সভাপতি শামিম বিন সাত্তার, নির্বাহী সদস্য তাজমুর রহমান , আব্দুর রহমান মিল্টন, আব্দুল ওহাব, সহ-সাধারণ তুহিন জোরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল জাব্বার, দপ্তর সম্পাদক ওয়ালিউল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক চঞ্চল মাহম, সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সম্রাট হোসেন,শেখ ইমন, মিরাজুল ইসলাম, আলিমুজ্জামান। এ সময় তিনি সাংবাদিকদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকরা তাকে সহযোগিতা করার আশ্বাস দেন।