শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় এক ইউপি সদস্য নিহত,
আহত ২, বাড়ি-ঘর ভাংচুর
আব্দুল জাব্বার,শৈলকুপা(ঝিনাইদহ): ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগের দু’পক্ষের দ্বন্দের
জেরে হাবিবুর রহমান রিপন নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত
হয় আমিনুর ও রাসেল নামের ২জন, এসময় বাড়িঘর ভাংচুরের ঘটনাও ঘটে। আজ সোমবার রাত
২টার দিকে উপজেলার মীনগ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিপন আবাইপুর ইউনিয়ন পরিষদের ৭নং
ওয়ার্ডের মেম্বর ও ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক। নিহতের পিতা আবুল কালাম
আজাদ আবাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শৈলকুপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে
বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সমাজকল্যান বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিনের
সমর্থক সাবেক ইউপি সদস্য রঞ্জু গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান ও জেলাপরিষদের সদস্য
আওয়ামীলীগ নেতা মুক্তার মৃধার সমর্থক হাবিবুর রহমান রিপন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে
বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৪ অক্টোবর রিপন মেম্বরের সমর্থক মুস্তাক হোসেনকে
পিটিয়ে আহত করে রঞ্জু হোসেনের সমর্থকরা। এ ঘটনার প্রতিবাদে রিপন মেম্বররের সমর্থকরা
রঞ্জু হোসেনের সমর্থক টোটন হোসেনকে পিটিয়ে আহত করে। এসব নিয়ে উভয় গ্রুপের
নুর মোহাম্মদ মধু, হাসিবুল সহ ৪জন কে আটক করে পুলিশ ।
্ধসঢ়; এ ঘটনাটি নিয়ে রবিবার রাতে শৈলকুপা থানায় দু’পক্ষের বিরোধ মিমাংসায় কয়েকদফা বৈঠক
হয় । শালিস-বৈঠকের পর গভীররাতে রিপন মেম্বরসহ কয়েকজন মোটরসাইকেল যোগে থানা থেকে
বাড়ি ফিরছিল। পথিমধ্যে মীনগ্রামের পাশে আবাইপুর এলাকায় পৌছালে দুর্বৃত্তরা তাদের উপর
অতর্কিত হামলা চালায়। তাদের কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। রাতেই আহত অবস্থায় ৩
জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে ইউপি সদস্য হাবিবুর
রহমান রিপনকে মৃত ঘোষনা করে চিকিৎসক। আহত আমিনুর রহমান কে ফরিদপুর মেডিকেলে
রেফার করা হয়, রাসেল ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঘটনার পরে সোমবার
সকালেও উভয় গ্রুপের বেশকিছু বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
নিহত রিপনের ভাতিজা নুর মোহাম্মদ মধু জানান, রাতে শালিসের পর থানা থেকে ফেরার পথে
আবাইপুর নাপিত বাড়ির সামনে পৌছালে তাদের উপর অতর্কিতে হামলা হয়। সন্ত্রাসী-
দুর্বৃত্তরা রাস্তার পাশের কলাবাগান থেকে উঠে এসে হামলা করে । এব্যাপারে জেলা পরিষদের সদস্য
আওয়ামী লীগ নেতা মুক্তার আহমেদ মুধা জানান সামাজিক দলাদলিকে কেন্দ্র করে এই ঘটনা
ঘটেছে। এদিকে আবাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ^াস জানান সে
আমার পরিষদের মেম্বর রাতে শৈলকুপা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করলে
চিকিৎসারত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে মারা গেছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে,পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ
মোতায়েন করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঠাকুর দাস জানান, আধিপত্য
বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামীলীগের মধ্যে বিরোধ চলছিল, বিষয়টি নিয়ে গত রাতে উভয় পক্ষকে
থানায় ডেকে মিমাংসা করা হয়। মিমাংসার পরে রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় খুন
হন ইউপি সদস্য হাবিবুর রহমান রিপন। এব্যাপারে ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবিদ
হাসান জানান, এই ঘটনা ঘটার সাথে সাথে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে যাতে
এলাকায় আর এরকম ঘটনা না ঘটে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আটকের জন্য
বিভিন্ন জায়গায় আমরা অভিযান শুরু করেছি।