সংবাদ সম্মেলন এর প্রতিবাদে শৈলকুপায় পাল্টা সংবাদ সম্মেলন
নিজস্ব সংবাদদাতা শৈলকুপা (ঝিনাইদহ):উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে
ষড়যন্ত্র করে রিপণ হত্যা মামলার বাঁদিকে দিয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আসন্ন
জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল বিশ্বাসকে নিয়ে মিথ্যা
সাংবাদিক সম্মেলন করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় শৈলকুপা
পৌর এলাকার কলাহাটা নজরুল ইসলাম দুলাল বিশ^াসের রাজনৈতিক কর্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু।
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম,
শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার কায়সার
টিপু। সাবেক ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম খোকন। পৌর মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক
হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় রিপন আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিল।
তার পিতা আবুল কালাম মাস্টারও আওয়ামী লীগের তৃনমূলের একজন পরীক্ষিত নেতা। আমরা রিপন হত্যাকান্ডের
সুষ্টু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। রিপন হত্যাকান্ডকে নিয়ে কেও
যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে প্রশাসনের সু-দৃস্টি কামনা করা হয়।