শৈলকুপায় বিশিষ্টজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
স্টাফ রির্পোটার: ঝিনাইদহের শৈলকুপায় বিশিষ্টজনদের সাথে
জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার
আয়োজন করে।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলামের
সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী
লীগের সাধারন সম্পাদক এম হাকিম আহমেদ,শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) ঠাকুরদাশ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধলহরাচন্দ্র
ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ^াস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার
হোসেন মালিথা, শৈলকুপা প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা প্রমুখ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষক,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং
বিভিন্ন সামজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা শৈলকুপা উপজেলার আইনশৃঙ্খলা
পরিস্থিতি,বাল্যবিবাহ,যৌতুক,আত্মহত্যা,জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম,উন্নয়ন
মূলক কার্যক্রম,মানসম্মত শিক্ষা,জনসেবা ও উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা
করেন ও জেলা প্রশাসকরে হস্তক্ষেপ কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা
প্রশাসক ;এস এম রফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও
উন্নয়নের বিষয়ে সকলকে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।