শৈলকুপায় সাংবাদিক হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার ১
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আলমগীর অরণ্য’র ওপর হামলার ৬ দিনের মাথায় আলিমুর রহমান পিয়াস (১৭)
নামে ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলিমুর রহমান পিয়াস, দেবতলা গ্রামের আলমগীর খানের ছেলে । শনিবার দুপুর বারোটার দিকে এসআই মনির ডিবি পুলিশের সহায়তায় ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তাকে আটক করে।
সাংবাদিক আলমগীর অরণ্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানা গেছে।
উল্লেখ্য গত ৩০ জুন বিকেলে উপজেলা শহরের কবিরপুর মোড়ে সাংবাদিক আলমগীরের অরন্যর ব্যবসা প্রতিষ্ঠান গেজেট ঘর থেকে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তিনি দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির সভাপতি। এছাড়াও তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী শৈলকুপা শাখা সংসদের সাধারণ সম্পাদক। শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান, আহত সাংবাদিক এর স্ত্রী বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা দায়ের করেছিলেন । শনিবার বারোটার দিকে এসআই মনির ডিবি পুলিশের সহায়তায় ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের সামনে পিয়াস নামে একজন কে আটক করা হয়েছে।