শৈলকুপায় ইসলামী মিডিয়া ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী মিডিয়া ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই মার্চ শুক্রবার শৈলকুপা উপজেলা ইসলামী মিডিয়া ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের কষাধ্যক্ষ মোঃ আব্দুল জাব্বার এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা মার্কেট মসজিদ, কবিরপুরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শৈলকূপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিলটন, নির্বাহী সদস্য মোঃ মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, নির্বাহী সদস্য এইচএম ইমরান, ধর্ম বিষয়ক সম্পাদক, মোঃ আলিমুজ্জামান, গ্রামের কণ্ঠের সাংবাদিক মেহেদী হাসান মিঠু । শৈলকুপা উপজেলা প্রেসক্লাবের মুন্সী রবিউল ইসলাম। উপজেলা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক টিটু মিজান। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ইসলামী মিডিয়া ক্লাবের সাংবাদিকবৃন্দ এবং মুক্তি যোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিবিরের সাবেক সভাপতি মামুনুর রহমান, আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আব্দুল করিম, পৌর শিবিরের সভাপতি মনিরুজ্জামান। বক্তারা সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনাদের সত্য সংবাদ প্রচার যেমন জাতিকে সঠিক পথ দেখাতে পারে। তেমনি একটি মিথ্যা সংবাদ জাতিকে বিভ্রান্ত করতে পারে। কোন ফাসিক ব্যক্তি যদি কোন সংবাদ নিয়ে আসে। তাহলে তা অবশ্যই যাচাই করে নিতে হবে। সংবাদ প্রচারের ক্ষেত্রে তিনি সকল সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে অনুরোধ জানান। বক্তারা আরো বলেন সাংবাদিকরা হলো সমাজের আয়না স্বরূপ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অতএব সাংবাদিকের প্রতি আমাদের অনুরোধ সত্য ও তথ্যবহুল সংবাদ পরিবেশন এর জন্য। এ সময় প্রায় দুই শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতারণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সদস্য ও ইসলামী মিডিয়া ক্লাবের শৈলকুপা উপজেলার সাধারণ সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ।