শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি নেতা আবু সাঈদের মতবিনিময়
স্টাপ রিপোটার: ঝিনাইদহের শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের ছেলে মোঃ আবু সাঈদের মতবিনিময় । বুধবার ১১ জুন সন্ধ্যায় সাংবাদিকদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন ১। এম হাসান মুসা -দৈনিক গ্রামের কাগজ ও ভোরের ডাক ২। মোঃ মফিজুল ইসলাম- দৈনিক নয়া দিগন্ত ও লোকসমাজ পত্রিকা ৩। মোঃ আব্দুর রহমান মিল্টন – প্রতিদিনের বাংলাদেশ ৪। মোঃ শাহিন আক্তার পলাশ -দৈনিক আমাদের সময় ও দৈনিক দিনকাল ৫। মোঃ শামিম বিন ছাত্তার-সাপ্তাহিক ডাকুয়া ৬। মোঃ মনিরুজ্জামান সুমন-দৈনিক চিত্র ৭। এইচ এম ইমরান-আলোকিত বাংলাদেশ ৮। মোঃ আব্দুল জাব্বার-দৈনিক সংগ্রাম, আমার সংবাদ ও জনবাণী ৯। মোঃ ওয়ালিউল্লাহ-মানবজমিন ও নব চিত্র ১০। মোঃ আব্দুল আলীম-সাপ্তাহিক ডাকুয়া ১১। মোঃ সম্রাট হোসেন -দৈনিক সময়ের আলো ১২। মোঃ রামীম হাসান -বাংলাদেশ গার্ডিয়ান ১৩। শেখ ইমন -দৈনিক কালবেলা ১৪। মোঃ তুহিন -রবি বার্তা ও সাপ্তাহিক ডাকুয়া১৫। মোঃ মিঠু -গ্রামের কন্ঠ ১৬। মোঃ মিশুক-দৈনিক সত্যপাঠ, দৈনিক জয় যাত্রা ১৭। মোঃ এনায়েত হোসেন -স্বদেশ বিচিত্রা ১৮। মোঃ আমোদ আলী-দৈনিক শ্যামবাজার ১৯। মোঃ তাওহিদুল ইসলাম সুমন, আলোকিত বাংলাদেশ ২০। মোঃ আব্দুস সামাদ, দৈনিক ঝিনেদার কাগজ।এ সময় বিএনপি নেতা আবু সাঈদ বলেন, দ্বিধাদ্বন্দ্ব ভুলে মূল ধারার সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাব কে সুসংগঠিত করার আহ্বান জানান ।