শৈলকুপায় উপজেলা ডেকোরেটর সাউন্ড লাইট মালিক সমিতির সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত
শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা লাইট সাউন্ড ও ডেকোরেটর মালিক সমিতির বার্ষিক সাধারণ সভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৪ জুলাই ২০২৫ ইং সকাল ১০ টায় উপজেলার পৌর এলাকার কবিরপুরের কাকলী কমিউনিটি সেন্টারে আজিজ ডেকোরেটরের মালিক আব্দুল আজিজ এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেকোরেটর সাউন্ড লাইট মালিক সমিতির জেলা সভাপতি মোঃ হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন : সেকেন্ড অফিসার শৈলকুপা থানা । মোহাম্মদ টিপু ইসলাম , (মেম্বার ডেকোরেটর)কালিগঞ্জ। সাইদুল ইসলাম ,(সুর তরঙ্গ সাউন্ড) ঝিনাইদহ। মোহাম্মদ মাসুদুর রহমান , সাংগঠনিক সম্পাদক্- শৈলকূপা উপজেলা ডেকোরেটর মালিক সমিত। জিয়াউর রহমান ,(জিয়া ডেকোরেটর) শেখপাড়া বাজার। মুকুল হোসেন রামচন্দ্রপুর বাজার। সুলাইমান লাঙ্গলবাঁধ বাজার। রান্নু গাড়াগঞ্জ বাজার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন , কামিরুল ইসলাম ,( কামিরুল ডেকোরেটর) চড়িয়ার বিল বাজার। কাদের , চড়িয়ার বিল বাজার। ওসমান আলী ,(SK ডেকোরেটর) শৈলকূপা। লিটন , আলিমুদ্দিন , (প্রগতি ডেকোরেটর)কবিরপুর। মোজাম ( বিসমিল্লাহ ডেকোরেটর), তুষার , ইয়ারুল , মুকুল ,রবিউল ইসলাম , জামিরুল ইসলাম , রাজন , গাড়াগঞ্জ বাজার । রাজা ডেকোরেটার , বাপ্পি , তপু ( হিরন ডেকোরেটর) তমালতলা বাজার । এসময় উপজেলার প্রায় অর্ধশতাধিক ডেকোরেটর মালিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এম. এ.সেলিম বিশ্বাস , (বিশ্বাস ডেকোরেটর) বেনিপুর বাজার , শৈলকুপা , ঝিনাইদাহ।