শৈলকুপায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত
স্টাফ রির্পোটারঃ ঝিনাইদহের শৈলকুপায় ১০ টি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ টার সময় উপজেলার আসাননগর এবিসিডি আলিম মাদ্রাসায় উপজেলা আমীর অধ্যাপক এ,এস,এম মতিউর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা তদারককারী মাওলানা মোঃ মুহাদ্দিস মাওলানা মোঃ রবিউল ইসলাম। নায়েবে আমির মাওলানা মোঃ আবু বক্কার সিদ্দিকী ফিরোজ , উপজেলা সেক্রেটারি মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলার পৌরসভাসহ ১৪ টি ইউনিয়নের আমীর ও পুরুষ বিভাগ ও মহিলা বিভাগের ২ শতাধিক রুকন নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।সহযোগী বৃদ্ধি, রুকন বৃদ্ধি, কোরআন তেলাওয়াত ও হাদিস অধ্যায়ের প্রতি গুরুত্ব দেয়া হয়।ইউনিট বৈঠক, পারিবারিক বৈঠক, সামাজিক কাজ, স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন ও জাতীয় সমাবেশ নিয়ে আলোচনা করেন উপজেলা আমীর অধ্যাপক এ,এস,এম মতিউর রহমান । মাসিক রিপোর্ট পর্যায় আলোচনা করেন জামায়াতের
উপজেলা তদারককারী মাওলানা মোঃ মুহাদ্দিস মাওলানা মোঃ রবিউল ইসলাম।