শৈলকুপায় নিজ খরচে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে জামায়াত
শৈলকুপা শৈলকুপা, ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৫নং কাছেরকোল ইউনিয়নের ধর্মপাড়া গ্রামে দীর্ঘদিনের ভাঙাচোরা ও কাদাযুক্ত রাস্তায় অবশেষে আশার আলো দেখা গেছে। সরকারি বরাদ্দের অভাবে বছরের পর বছর দুর্ভোগে থাকা এই গ্রামের কাঁচা রাস্তাটি সম্প্রতি সংস্কার করা হয়েছে স্থানীয় জামায়াতপন্থী কয়েকজন নেতার নিজস্ব অর্থায়নে।
গ্রামবাসীর ভাষ্যমতে, বর্ষা মৌসুমে রাস্তাটির অবস্থা এমনই ভয়াবহ হয়ে উঠত যে, স্কুলগামী শিশু, রোগী ও বৃদ্ধরা চলাচল করতে পারতেন না। বিশেষ করে ধান কাটার মৌসুমে কৃষকেরা বিপাকে পড়তেন যাতায়াত ও পণ্য পরিবহনে।
স্থানীয় বাসিন্দা এবং জামায়াত নেতা মোঃ জুলকারনাইম বলেন,
> “এই রাস্তাটির অবস্থা দেখে আর চুপ করে থাকা যায়নি। সরকার বা ইউনিয়নের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না আসায় আমরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নিই—নিজ খরচেই সংস্কার করব।”
তিনি আরও জানান, প্রায় ৪০০ ফুট কাঁচা রাস্তা মাটি,বালি ও ইট ফেলে সমান করা হয়, যাতে অন্তত স্থানীয় মানুষ চলাচল করতে পারে। কাজে ব্যবহার করা হয়েছে ভাড়াকৃত ট্রাক, শ্রমিক এবং গ্রামের স্বেচ্ছাসেবীদের সহায়তা।
ধর্মপাড়া গ্রামের শিক্ষার্থী মোঃ ইকতিয়ার হোসেন বলেন,
> “আগে স্কুল যেতে হলে জুতো খুলে হাঁটতে হতো। এখন অন্তত শুকনো পায়ে ক্লাসে পৌঁছানো যায়।”
ঐ গ্রামের বাসিন্দা আবু বক্কার সিদ্দিক বলেন,
> “এটা দল-মত না, মানুষ হিসেবে দায়িত্বের কাজ। রাস্তা আমাদের সবার, উদ্যোগটাও প্রশংসনীয়।”
স্থানীয়দের অভিযোগ, বারবার ইউনিয়ন পরিষদে আবেদন করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে গ্রামের জনগণকে নিজেরাই দায়িত্ব নিতে হয়েছে। এই বাস্তবতায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
রাজনৈতিক মতাদর্শ যাই হোক, ধর্মপাড়া গ্রামে জামায়াতপন্থী নেতাদের এই নিজস্ব উদ্যোগ সমাজে একটি ইতিবাচক বার্তা দিয়েছে—নিজ গ্রাম বা এলাকাকে ভালোবেসে কাজ করলে দল-মত নয়, মানুষের উপকারই বড় কথা। দেশের প্রতিটি গ্রামের উন্নয়নে এমন উদ্যোগই হতে পারে অনুপ্রেরণার উৎস।