বৃহস্পতিবার বেলা ১১ঃ০০ টার সময় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সরকারি ডিগ্রী কলেজ থেকে এক বর্ণাঢ্য রেলির মাধ্যমে জাতীয় শিক্ষক দিবসের শোভা যাত্রা শুরু হয়ে উপজেলা মোড় হয়ে হাজী মার্কেট থেকে বাজার হয়ে ডিগ্রী কলেজ মাঠে এসে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শৈলকূপ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি বনি আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুননবী কালু ,মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, এছাড়া সকল কলেজ ও মাধ্যমিক স্কুলের প্রধান গন সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনায় বক্তারা শিক্ষকদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং জাতিকে কিভাবে শিক্ষিত করে গড়ে তুলতে হবে সে বিষয়ে দৃষ্টিপাত করেন।