• April 28, 2024, 4:05 pm
শিরোনাম
দৈনিক ঝিনেদার কাগজের শুভ উদ্বোধন লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত শৈলকুপায় মহান স্বাধীনতা দিবসে রচনা,বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শৈলকুপাতে  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান  শৈলকুপায় প্রবীণহিতৈষী সংঘের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদ গঠন শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গপড়েছে শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মত বিনিময় সভা শৈলকুপায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শৈলকুপায় যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ দিনব্যপি জেলার শ্রেষ্ঠ ইউপি সদস্য শৈলকুপার ওয়াজেদ আলী
নোটিশ
দৈনিক ঝিনেদার কাগজের শুভ উদ্বোধন লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত শৈলকুপায় মহান স্বাধীনতা দিবসে রচনা,বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত শৈলকুপাতে  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যোগদান  শৈলকুপায় প্রবীণহিতৈষী সংঘের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদ গঠন শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গপড়েছে শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মত বিনিময় সভা শৈলকুপায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শৈলকুপায় যুব উন্নয়ন অধিদপ্তরের পাঁচ দিনব্যপি জেলার শ্রেষ্ঠ ইউপি সদস্য শৈলকুপার ওয়াজেদ আলী

শিক্ষা কী?

Reporter Name 63 Time View
Update : Thursday, June 8, 2023

শিক্ষা কী?

শুরুতেই আগে শিক্ষার সাধারণ ধারণাটি উপস্থাপন করা যাক। তারপর পর্যায়ক্রমে অন্য প্রসঙ্গগুলোয় আসা যাবে। শিক্ষার ইংরেজি প্রতিশব্দ education। আর এর সংজ্ঞায় অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে­ : education means a process of teaching, training and learning, especially in schools, or colleges, to improve knowledge and develop skills.

জন মিল্টন বলেছেন­, Education is the harmonies development of mind, body and soul.

হারম্যান হর্ন লিখেছেন, ‘শিক্ষা হচ্ছে শারীরিক ও মানসিক দিক দিয়ে মুক্ত সচেতন মানবসত্তাকে সৃষ্টিকর্তার সাথে উন্নত যোগসূত্র রচনা করার একটি চিরন্তন প্রক্রিয়া, যেমনটি প্রমাণিত রয়েছে মানুষের বৃদ্ধিবৃত্তিক, আবেগগত ইচ্ছাশক্তি সম্বন্ধীয় পরিবেশ’।

বিশিষ্ট দার্শনিক সক্রেটিস শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন,­ ‘নিজেকে জানার নামই শিক্ষা’।আমেরিকান শিক্ষাবিদ জন ডেউয়ে বলেছেন, ­‘প্রকৃতি ও মানুষের প্রতি বুদ্ধিবৃত্তি, আবেগ ও মৌলিক মেজাজ প্রবণতা বিন্যাস করার প্রক্রিয়াই শিক্ষা।’রবীন্দ্রনাথ ঠাকুর ‘মানবধর্ম’ নামক গ্রন্থে বলেছেন,­ ‘মানুষের অভ্যন্তরীণ সত্তার পরিচর্যা করে খাঁটি মানুষ বানানোর প্রচেষ্টাই হচ্ছে শিক্ষা।’কবি ও দার্শনিক আল্লামা ইকবাল বলেছেন, ‘মানুষের খুশির বা রূহের উন্নয়নই আসল শিক্ষা।’ []

ইসলামী শিক্ষা বলতে কী বুঝায় ?

সালাফে সালেহীন বা পূর্বতন মনীষীবৃন্দ ইসলামী শিক্ষার জন্য কোনো সংজ্ঞা নির্ধারণ করেন নি। তাঁরা নানা শব্দে ইসলামী শিক্ষাকে বুঝিয়েছেন। এ কারণে বর্তমান যুগে ইসলামী শিক্ষার অগ্রপথিক ও কর্ণধার আলিমগণ এর সংজ্ঞা নির্ধারণে বিভিন্ন মত ব্যক্ত করেছেন। তবে তাঁদের সবার বক্তব্যে এর লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণে সাযুজ্য দেখা যায়। আর সবার দৃষ্টিভঙ্গি, বৈশিষ্ট্য ও অভিরুচিগত পার্থক্যের কারণেই সংজ্ঞা নির্ধারণে এ মত ভিন্নতা দেখা দেয়। আলিম, পণ্ডিত ও ইসলামী শিক্ষার গবেষক ও লেখকগণ ইসলামী শিক্ষার কয়েকটি সংজ্ঞা নির্ধারণ করেছেন। নিম্নে তার কিছু সংজ্ঞা তুলে ধরা হলো :

আবদুর রহমান নিহলাওয়ী বলেন: ‘ইসলামী শিক্ষা হলো ব্যক্তিক ও সামষ্টিক ব্যবস্থা যা ইসলামকে গ্রহণ এবং তা ব্যক্তি ও গোষ্ঠি জীবন পর্যায়ে প্রয়োগের দিকে নিয়ে যায়। অন্য কথায়, তা হলো, ব্যক্তি ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে মানুষের চেতনার উন্নয়ন এবং তার আবেগ ও আচরণকে দীনে ইসলামের ভিত্তির ওপর নির্মাণ করা।’ [আবদুর রহমান নিহলাওয়ী, উসুলুত তারবিয়্যাতিল ইসলামিয়া, পৃষ্ঠা : ২৭]

শায়খ আমীন মুহাম্মদ আউয বলেন: ‘তা হলো ইসলামী ব্যক্তিত্বের চৈন্তিক, শারীরিক ও সামাজিক সকল দিকের উন্নয়ন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের লক্ষ্য বাস্তবায়নে ইসলামের আদর্শ ও শিক্ষা অনুযায়ী তার আচরণকে সুন্দর করা।’ [শায়খ আমীন মুহাম্মদ আউয, আসালিবুত তারবিয়া ওয়াত তালীম ফিল ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category